রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: পবিত্র মাহে রমাজান উপলক্ষে উপজেলা প্রেসক্লাব রৌমারীর উদ্যোগে একটি
কৃষ্ণচুড়া গাছ রোপনের মধ্যদিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১০ রমজান ২ এপ্রিল রবিবার উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা প্রেসক্লাব রৌমারীর সভাপতি মোস্তাফিজুর রহমান তারা ও সাধারণ সম্পাদক শওকত আলী মন্ডলের সার্বিক তথ্যাবধায়নে দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের উপদেষ্টা যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও বন্দবেড় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদের সরকার, উপদেষ্টা রেজাউল ইসলাম মিনু সহ-সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ রৌমারী উপজেলা শাখা, উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমান আলী ইমন,
উপজেলা নির্বাহী অফিসার এবিএম সারোয়ার রাব্বি, ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার স্মৃতি, সার্কেল অফিসার সোহেল উদ্দিন, অফিসার ইনচার্জ রূপ কুমার সরকার, টি আই কর্মকর্তা আব্দুল হাই, মাইদুল ইসলাম সাংগঠনিক সম্পাদক উপজেলা আওয়ামী লীগসহ সুধীজন ও প্রেসক্লাবের সদস্যবৃন্দ। দোয়া ও ইফতার মাহফিলের আগে উপজেলা প্রেসক্লাবের সামনে একটি কৃষ্ণচুড়ার গাছ রোপন করা হয়।