উল্লাপাড়ায় কৃষিপ্রযুক্তি মেলার উদ্বোধন

0 ১৩৫

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার  সকালে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি  ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন। পরে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

মেলা প্রাঙ্গণে উপজেলা নির্বাহী অফিসার  সানজিদা সুলতানা’র সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বগুড়া অঞ্চল, কৃষিবিদ সরকার শফি উদ্দীন আহমদ, উপ-পরিচালক বাবলু কুমার সুত্রধর,উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান পান্না, পৌর মেয়র এস.এম.নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা,ভাইস চেয়ারম্যান রিবলি ইসলাম কবিতা প্রমূখ।

এসময় উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সহ বিভিন্ন ইউনিয়নের কৃষকেরা উপস্থিত ছিলেন। তিনদিনের এ কৃষি মেলায় প্রায় ১৮ টি প্রদর্শনী স্টলে বিভিন্ন প্রজাতির ফলফলাদি ও গাছের চারা এবং কৃষি উপকরণ প্রদর্শন করা হচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.