এক ম্যাচেই বার্সার লস ৫৭ কোটি টাকা

0 ৩১৪

স্পোর্টস ডেস্ক: করোনা ভাইরাস আঁচ লেগেছে আর সব কিছুর মতো খেলাতেও। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া এ ভাইরাস প্রতিরোধে ব্যবস্থা নিচ্ছে ক্রীড়া সংস্থাগুলোও। যেমন চ্যাম্পিয়নস লিগের আগামী সপ্তাহে শেষ ষোলোর বার্সেলোনা-নাপোলি ম্যাচটি দর্শকহীন ক্যাম্প ন্যুতে হবে। এতে আর্থিক লোকসানের পরিমাণটা ইতোমধ্যেই জানিয়েছেন বার্সা সভাপতি হোসে মারিয়া বার্তোমেউ।

তবে এ ক্ষতি শুধু বার্সার না। করোনা সংক্রমণরোধে ইউরোপে যেসব ম্যাচ দর্শকহীন মাঠে অনুষ্ঠিত হচ্ছে সবাইকেই এ ক্ষতি মেনে নিতে হচ্ছে। সিরি আ তো স্থগিতই করেছে ইতালিয়ান কর্তৃপক্ষ। তবে বার্সা সভাপতির কাছেও টাকার চেয়ে জীবনের মূল্য অনেক বেশি।

সংবাদমাধ্যমকে বার্তোমেউ বলেছেন, ‘আর্থিক লোকসান তো অবশ্যই হবে। শুধু বার্সা নয়, যেসব ক্লাব দর্শকহীন মাঠে খেলছে সবাইকেই ক্ষতিটা মেনে নিতে হচ্ছে। বার্সার প্রায় ৬০ লাখ ইউরোর (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৭ কোটি টাকা) মতো লোকসান হবে।’

খেলার চেয়ে মানুষের জীবনকেই বড় করে দেখছেন বার্সা সভাপতি, তিনি বলেন, ‘এটা সবার সমস্যা। টাকা এখানে প্রধান সমস্যা না। মানুষের স্বাস্থ্যের প্রাধান্যই সবার আগে। অবশ্যই এটা নিয়ে হতাশা আছে যার প্রভাব পড়বে ক্লাব সদস্য, দর্শক ও বিশ্ব ফুটবলের ওপর।’

Leave A Reply

Your email address will not be published.