এক রাতের বৃষ্টিতে জলের তলে কলকাতা
নিম্নচাপের প্রভাবে মঙ্গলবার দিবাগত রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা শহরে। সেখানকার আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হচ্ছে, আজ বুধবার সারাদিন বৃষ্টি হওয়ার কথা রয়েছে।
এদিকে মঙ্গলবার সারারাতের বৃষ্টিতে পানি জমে গেছে কলকাতার বিভিন্ন জায়গায়। খবর আনন্দবাজার পত্রিকার।
প্রতিবেদনে বলা হয়, উত্তর ও দক্ষিণ কলকাতার অনেক জায়গাতেই পানি জমেছে। এর মধ্যে ঠনঠনিয়া, কালাকার স্ট্রিট, মহাত্মা গান্ধী রোড, কলেজ স্ট্রিট, সেন্ট্রাল এভিনিউ, বালিগঞ্জ, তারাতলা, নিউ আলিপুর, পাতিপুকুর, ক্যামাক স্ট্রিট, বিটি রোড, সিঁথির মোড় জলমগ্ন। এ ছাড়া নিউ আলিপুরে রাস্তায় ভেঙে পড়েছে গাছও। ফলে যান চলাচলে ব্যাঘাত ঘটেছে।
অপরদিকে জোয়ারের জন্য বুধবার ভোর সাড়ে ৪টা থেকে সকাল সোয়া ৮টা পর্যন্ত বন্ধ ছিল লকগেট। ফলে নির্ধারিত সেই সময়ের মধ্যে শহরে পানি আরও বেশি জমেছে। একই কারণে বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত লকগেট বন্ধ থাকার কথা রয়েছে।
উল্লেখ, সন্ধ্যা পৌনে ৭টা নাগাদ গঙ্গার পানির স্তর ১৪ ফুটের বেশি হয়ে যেতে পারে বলে ধারণা সংশ্লিষ্টদের। ফলে সারা দিন বৃষ্টি হলে কলকাতার মানুষের ভোগান্তি আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
Comments are closed.