এক রাত পড়ে নায়িকা পূজা পেয়েছেন ৪.০৮

২৫৪
চিত্রনায়িকা পূজা চেরি। ছবি : সংগৃহীত

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পূজা চেরি এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার অংশ নিয়েছিলেন রাজধানীর সিদ্ধেশ্বরী কলেজ থেকে। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে পরীক্ষা দিয়ে এ নায়িকা পেয়েছেন জিপিএ-৪.০৮।

এই খবর গণমাধ্যমকে নিশ্চিত করে পূজা চেরি জানিয়েছেন, ‘পরীক্ষার আগে টানা সিনেমার শুট ছিল। পরীক্ষার আগের রাতে পড়ে পরীক্ষায় অংশ নিয়েছি। মাত্র এক রাতে পড়ে পরীক্ষা দিয়ে এই রেজাল্ট করেছি; তাতেই সন্তুষ্ট।’

২০১৮ সালে জাজ মাল্টিমিডিয়া ও রাজ চক্রবর্তী প্রোডাকশন প্রযোজিত ‘নূর জাহান’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় পূজার। মুক্তির অপেক্ষায় আছে তাঁর ‘গলুই’, ‘শান’ ও ‘হৃদিতা’। সম্প্রতি শুটিং শুরু করেছেন ‘নাকফুল’ নামে আরও একটি সিনেমার।

Comments are closed.

সম্পাদক ও প্রকাশক : বিজয় কুমার ঘোষ। সহকারী বার্তা সম্পাদক : এএস সুমন। কার্যালয়ঃ পুঠিয়া, রাজশাহী। মোবাইলঃ ০১৭১১-০০০২৯৬, ০১৭১৮-১২১২৪২, ই-মেইলঃ newsbdsangbad24@gmail.com/ newsrajshahipratidin@gmail.com