এফএ কাপের ফাইনালে চেলসি

0 ৬৭০

খেলাধুলা অনলাইন ডেস্ক : অলিভিয়ে জিরুদ ও আলভারো মোরাতা’র গোলে সাউদাম্পটনকে ২-০ গোলে হারিয়ে এফএ কাপের ফাইনালে উঠেছে চেলসি। রবিবার (২২ এপ্রিল) রাতে ওয়েম্বলি স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হয়।

এদিন ম্যাচের ৪৬ মিনিট প্রথম গোল পায় চেলসি। সেস ফ্যাব্রিগাসের উঁচু করে এগিয়ে দেওয়া বল ডি-বক্স সীমানায় বাঁ-পায়ের সামনে বাড়ান এডেন হ্যাজার্ড। সেখান থেকে ডান পায়ের টোকায় জালে বল জড়ান ফরাসি স্ট্রাইকার জিরুদ।

এরপর ম্যাচের ৮২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মোরাতা। ডান দিক থেকে ডিফেন্ডার সেসার আসপিলিকুয়েতার ক্রসে প্রতিপক্ষে জালে বল জড়ান এই স্প্যানিশ ফরোয়ার্ড।

উল্লেখ্য, আগামী ১৯ মে একই ভেন্যুতে ফাইনালের মহারণে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে সাতবারের চ্যাম্পিয়ন ও গতবারের রানার্সআপ চেলসি।

ব্রেকিংনিউজ/

Leave A Reply

Your email address will not be published.

সম্পাদক ও প্রকাশক : বিজয় কুমার ঘোষ। সহকারী বার্তা সম্পাদক : এএস সুমন। কার্যালয়ঃ পুঠিয়া, রাজশাহী। মোবাইলঃ ০১৭১১-০০০২৯৬, ০১৭১৮-১২১২৪২, ই-মেইলঃ newsbdsangbad24@gmail.com/ newsrajshahipratidin@gmail.com