এবারের বিপিএল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

0 ৩৫০

খেলাধুলা ডেস্ক: এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর আয়োজন হতে যাচ্ছে সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে। কোনো ফ্রাঞ্চাইজি থাকছে না। বিপিএলের আয়োজন এবং দল ব্যবস্থাপনা সম্পূর্ণটাই করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে এবারের বিপিএলের নাম দেয়া হয়েছে, ‘বঙ্গবন্ধু’ বিপিএল।

সেই বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধন ঘোষণা করবেন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন।

তবে ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বিপিএলের উদ্বোধন। আট ডিসেম্বর উদ্বোধন হবে বিপিএলএর সপ্তম আসর। আর টুর্নামেন্ট শুরু হতে পারে ১১ কিংবা ১২ ডিসেম্বর।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগেই সিদ্ধান্ত নিয়েছে, এবার বিপিএলে ফ্রাঞ্চাইজি থাকবে না। বিপিএলের দল গঠন করবে বিসিবি, পরিচালনাও করবে বিসিবি।

সব আয়োজনই ধীরে ধীরে এগ্রিয়ে নিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে এবারের আয়োজনে এবং উদ্বোধনী অনষ্ঠানে আকর্ষণ বাড়াতে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী।

Leave A Reply

Your email address will not be published.