এ মাসেই ফুটবল শুরুর পরিকল্পনা জার্মানির

0 ৫৮৯

বিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম:বেশ কয়েক সপ্তাহ ধরে করোনা ভাইরাসের কারণে বুন্দেসলিগাসহ জার্মানির অন্যান্য সব ফুটবল লিগ বন্ধ থাকার পরে পুনরায় এই মাসেই ফুটবলের কার্যক্রম শুরু করার পরিকল্পনা করছে দেশটির ফুটবল যাসোসিয়েশন।

এ সম্পর্কে দেশটির ফুটবল কর্তৃপক্ষ ও চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের মধ্যে একটি সাময়িক সমঝোতা হয়েছে।

রাজনীতিবিদরা বিশ্বাস করেন সীমিত পরিসরে প্রথম ও দ্বিতীয় বিভাগের লিগ শুরু করলে অর্থনৈতিক মন্দা কিছুটা হলেও কাটিয়ে ওঠা সম্ভব হবে।

ইতোমধ্যেই ৩৬টি ক্লাবও এ ব্যপারে তাদের সম্মতি প্রদান করেছে। টেলিফোন কনফারেন্সের মাধ্যমে এ ব্যপারে সম্ভাব্য একটি তারিখ নির্ধারণেরও কথা রয়েছে।

তবে জার্মান বিভিন্ন গণমাধ্যমের সূত্রমতে জানা গেছে আগামী ২১ মে থেকে জার্মানিতে ফুটবল মাঠে গড়ানোর সম্ভাবনা রয়েছে। যদিও জার্মান বুন্দেসলিগার ১০ ফুটবলার ইতোমধ্যেই করোনা আক্রান্ত হয়েছে।

উল্লেখ্য, করোনায় মৃত্যুপুরতী পরিণত হওয়া ইতালিতে ফুটবল ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে ক্লাবগুলোকে অনুশীলনের অনুমতি দেওয়া হয়েছে। জুভেন্তাসের মতো বড় ক্লাবগুলো ইতোমধ্যেই অনুশীলন শুরু করে দিয়েছে।

 

Leave A Reply

Your email address will not be published.