ওয়াংখেড়েতে উন্মোচিত হলো শচীনের ভাস্কর্য

0 ১১২
ওয়াংখেড়েতে শচীনের ভাস্কর্য (বামে) ও স্মারক হাতে শচীন টেন্ডুলকার। ছবি : আইসিসি

ভারতীয় ক্রিকেট আর শচীন টেন্ডুলকার যেমন মিলেমিশে একাকার, শচীনের সঙ্গে ওয়াংখেড়ে স্টেডিয়ামের সম্পর্কও তেমন। মুম্বাইয়ের এই স্টেডিয়াম শচীনের ঘরের মাঠ। এখানেই বেড়ে ওঠা, এখানেই বিশ্বকাপ জয়। ওয়াংখেড়েতে ’শচীন টেন্ডুলকার স্ট্যান্ড’ নামে গ্যালারি আছে। তবু, কিসের যেন কমতি ছিল। গতকাল বুধবার (১ নভেম্বর) সেটিও মিটিয়ে ফেলল মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ)। ওয়াংখেড়েতে উন্মোচিত হলো ভারতীয় ক্রিকেট ঈশ্বরের ভাস্কর্য।

এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল ভারত। ছয় ম্যাচ খেলে জিতেছে সবকটিতে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং— তিন বিভাগেই দাপট দেখিয়ে ম্যাচগুলো জিতেছে তারা। রান রেটে এগিয়ে থাকায় দক্ষিণ আফ্রিকা পয়েন্ট টেবিলের শীর্ষে থাকলেও শ্রীলঙ্কাকে হারালে আবারও শীর্ষে উঠবে রোহিত শর্মারা।

নিজের ভাস্কর্য উন্মোচন অনুষ্ঠানে ভারতের বর্তমান ফর্ম নিয়ে দলকে প্রশংসায় ভাসান শচীন। তিনি বলেন, ‘ভারতীয় দল এখন নতুন এক ধারার ক্রিকেট খেলছে। রোহিত-কোহলিরা মিলে একটা ব্র্যান্ড তৈরি করেছে। আমাদের দর্শকরা এতে খুশি। ওদের খেলা দেখে আমার নিজের কাছেও আনন্দ লাগছে। ওদের নিয়ে আমি গর্বিত।’

Leave A Reply

Your email address will not be published.