ওয়েস্ট ইন্ডিজের নতুন কোচ

0 ১,০১৯

খেলাধুলা ডেস্ক : অবশেষে নতুন কোচ খুঁজে পেল ক্যারিবিয়ানরা৷ ওয়েস্ট ইন্ডিজের নতুন কোচ হলেন প্রাক্তন অস্ট্রেলীয় তারকা ব্যাটসম্যান স্টুয়ার্ট ল। আপাতত তাঁর সঙ্গে দু’বছরের চুক্তি করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। গত সেপ্টেম্বরে ফিল সিমন্সকে কোচের পদ থেকে বরখাস্ত করার পর ক্যারিবিয়ান বোর্ড নতুন কাউকে নিয়োগ করেনি। যার ফলে ডোয়েন ব্রাভো, সুনীল নারিনদের জাতীয় দলের হেডস্যর শেষমেশ কে হবেন তা নিয়ে ক্রমশই জল্পনা ঘনিয়ে উঠছিল। স্টুয়ার্ট ল’‌কে কোচ করে আনার পর সেই আলোচনায় ইতি পড়ল।

২০১৯ সালের ফেব্রুয়ারি পর্যন্ত প্রাক্তন এই অজি ব্যাটসম্যানের সঙ্গে ক্যারিবিয়ান বোর্ডের চুক্তি বহাল থাকবে। ব্যাপারটা খানিকটা হলেও বেশ আশ্চর্যের। কারন, ওই বছরেরই জুনে ইংল্যান্ডের মাটিতে শুরু হবে ৫০ ওভারের বিশ্বকাপ ক্রিকেট। আগামী মাসের ১৫ তারিখ থেকেই নতুন চেহারার ওয়েস্ট ইন্ডিজ দলের দায়িত্ব হাতে নেবেন স্টুয়ার্ট ল। দায়িত্ব পাওয়ার পর তিনি বলেন, ‘এমন একটা সুযোগ পেয়েছি ভেবে দারুণ লাগছে৷ খুব উৎসাহিত আমি। নতুন ধাঁচে গড়ে উঠতে চলা ওয়েস্ট ইন্ডিজ দলটার প্রতি কিছুটা অবদান রাখতে চাই। আমার কেরিয়ারের গুরুত্বপূর্ণ সময়ে এই সুযোগটা পেলাম।’ আশাকরি, ক্যারিবিয়ান ক্রিকেটকে কিছু দিয়ে যেতে পারব৷’

Leave A Reply

Your email address will not be published.