ঔষধ কোম্পানির প্রতিনিধিকে লাঞ্ছিত ও হেনস্থার প্রতিবাদে নাচোলে মানববন্ধন

৩১৪
অলিউল হক ডলার,নাচোল:  রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক কর্তৃক ওষুধ কোম্পানির প্রতিনিধিকে লাঞ্ছিত হেনস্থার প্রতিবাদে ও পরিচালকের সুষ্টু  বিচারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা  ১১টায় সারাদেশের ন্যায় একযোগে নাচোল হাসপাতালের সামনে ফার্মাসিটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়ার) উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ফারিয়া নাচোল শাখার সভাপতি আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ফারিয়ার উপদেষ্টা গোলাম কবির, সাধারণ সম্পাদক এ কিউ এম মাসুদ হাসান রানা প্রমূখ।
বক্তারা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের হাসপাতালের পরিচালক লাঞ্ছিত করায় উক্ত পরিচালকের বিচারের দাবীতে মানববন্ধনে বক্তব্য রাখেন। সুষ্ঠু বিচার না পেলে আগামী দিনে কঠোর কর্মসূচি দেয়া হবে বলে হুঁশিয়ারি দেন।

Comments are closed.

সম্পাদক ও প্রকাশক : বিজয় কুমার ঘোষ। সহকারী বার্তা সম্পাদক : এএস সুমন। কার্যালয়ঃ পুঠিয়া, রাজশাহী। মোবাইলঃ ০১৭১১-০০০২৯৬, ০১৭১৮-১২১২৪২, ই-মেইলঃ newsbdsangbad24@gmail.com/ newsrajshahipratidin@gmail.com