কক্সবাজারে ‘ফেলুদা’
বিনোদন ডেস্ক: কলকাতার জনপ্রিয় অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। সত্যজিৎ রায়ের জনপ্রিয় গোয়েন্দা উপন্যাস সিরিজ ‘ফেলুদা’ চরিত্রে রূপালি পর্দায় বারবার দেখা গেছে তাকে। এবার সব্যসাচী অভিনয় করতে যাচ্ছেন বাংলাদেশি চলচ্চিত্রে।
পরিচালক ফখরুল আরেফীন খান পরিচালিত ‘গণ্ডি’ ছবির শুটিংয়ে অংশগ্রহণ করতে বাংলাদেশে এসেছেন সব্যসাচী। বর্তমানে তিনি কক্সবাজারে আছেন। সেনখানেই তিনি ছবিটির শুটিংয়ে অংশ নেবেন।
সব্যসাচীর বিপরীতে এ ছবিতে রয়েছেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ও সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফা। ছবিটিতে আরও অভিনয় করেছেন অপর্ণা ঘোষ, মাজনুন মিজান, আমান রেজা, পশ্চিমবঙ্গের অভিনেত্রী পায়েল মুখার্জি।
উল্লেখ্য, ফখরুল আরেফিন খান এর আগে ‘ভুবন মাঝি’ ছবি পরিচালনা করে সুনাম অর্জন করেনে। সে ছবিতে অভিনয় করেছিলেন কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায় ও বাংলাদেশের অপর্ণা ঘোষ, মাজনুন মিজান প্রমুখ।সূত্র: ব্রেকিংনিউজ/