‘কন্ট্রাকের’ জন্য ঢাকায় মিথিলা
স্বামী সৃজিত মুখার্জির সঙ্গে কয়েক মাস কলকাতায় কাটানোর পর ঢাকায় ফিরলেন রাফিয়াৎ রশীদা মিথিলা। এখানে করছেন নতুন একটি ওয়েব সিরিজের শুটিং। ভারতীয় প্ল্যাটফর্ম জি ফাইভের নতুন এই সিরিজের নাম ‘কন্ট্রাক্ট’। আর আছেন আরিফিন শুভ, তাহসান খান, জাকিয়া বারী মম, ইরেশ যাকের, তারিক আনাম খানসহ অনেকে। পরিচালনা করছেন কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় ও তানিম নূর।
এটা একজন ভাড়াটে খুনি, পুলিশ কর্মকতা এবং আন্ডারওয়ার্ল্ড ডন সম্পকিত টানটান উত্তেজনাপূর্ণ গল্প তৈরি হচ্ছে এ থ্রিলার ওযেব সিরিজ।
মিথিলা জানালেন, মঙ্গলবার থেকে শুটিং শুরু হবে। সোমবার তার লুক টেস্ট হয়েছে। নিজের অভিনীতি চরিত্র নিয়ে খুব একটা খোলাসা না করেই বলেন, ‘এই প্রথম কোনা রাজনীতিবিদের চরিত্রে কাজ করব। আমি খুব এক্সাইটেড!’।
সংবাদ মাধ্যমকে জানান, এবার বড়দিনে সৃজিতের সঙ্গে কলকাতায় থাকার কথা ছিল। কিন্তু ওয়েব সিরিজের পাশাপাশি আরও কিছু কাজ পড়ে গেছে। তাই নিউ ইয়ারের প্ল্যান করছেন।
কলকাতা থেকে ঢাকায় এসে প্রথম কয়েকদিন বাড়িতেই ছিলেন মিথিলা। পরিবারের সঙ্গে অনেকে দিন সময় কাটানো হয়নি। বললেন ‘ আম্মু আর আব্বু এক দিন পরে আমাকে আর আয়রাকে পেয়ে খুব খুশি। কিছুদিন তাই ঢাকাতেই থাকছি।’
এ দিকে মোহাম্মদ নাজিমউদ্দিনের উপন্যাস নিয়ে হচ্ছে ‘কন্ট্রাক্ট’। এই লেখকের আরেক উপন্যাস নিয়েই সৃজিতের আগামী সিরিজ ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’।