কবির বকুল-শেখ জসিমের সঙ্গে / প্রিয়াঙ্কা গোপের নতুন ভিডিও গান

‘ভুল তো মানুষেরই হয়, তাই বলে ভাঙ্গবে হৃদয়’ এমন দরদী কথার এই গানটি প্রসঙ্গে প্রিয়াঙ্কা গোপ বলেন, আমি মূলত উচ্চাঙ্গসংগীত শিল্পী। আমি মনে করি আমার শ্রোতারা বেশ নির্বাচিত। সাধারণত আমি যে ধারার গান করি এটি তার বাইরের নয়। আশা করছি সবারই ভালো লাগবে। বকুল ভাই আর জসীম ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা একটি সুন্দর গান করে দেয়ার জন্য।’
উল্লেখ্য, এর আগে বেশ কয়েকটি একক অ্যালবাম প্রকাশ হয়েছে এ শিল্পীর। ‘অনিল বাগচীর একদিন’ চলচ্চিত্রে গান গাওয়ার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী পুরস্কার লাভ করেন তিনি।