কমল আরও, দুই দিনে সংগ্রহ ২৫ কোটি
বক্স অফিসে ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমার জয়জয়কার সত্ত্বেও বলিউড সুপারস্টার অক্ষয় কুমারের ‘বচ্চন পান্ডে’ মুক্তির দিনে ১৩ কোটি রুপির বেশি সংগ্রহ করেছে। তবে গতকাল সংগ্রহ আরও কমেছে।
বলিউডের চিত্রসমালোচক ও বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ টুইটারে জানিয়েছেন, মুক্তির দ্বিতীয় দিনে ‘বচ্চন পান্ডে’ বক্স অফিসে সংগ্রহ করেছে ১২ কোটি রুপি। দুই দিনে সংগ্রহ দাঁড়িয়েছে ২৫.২৫ কোটি রুপি। এ সিনেমায় অক্ষয় কুমার ছাড়াও কেন্দ্রীয় ভূমিকায় রয়েছেন কৃতি শ্যানন, আরশাদ ওয়ারসি ও জ্যাকুলিন ফার্নান্দেজ।
আশা ছিল, সিনেমাটি মুক্তির দিন ভালো সংগ্রহ করবে, কিন্তু ১৯৯০ সালে কাশ্মীরের হিন্দু পণ্ডিতদের ওপর নির্যাতনের গল্পে নির্মিত আলোচিত-সমালোচিত ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমার কারণে আশানুরূপ ফল আসেনি প্রথম দিন। দ্বিতীয় দিনেও একই অবস্থা। আজ সাপ্তাহিক ছুটির দিনে সিনেমাটি কেমন ফল করে, তার ওপর নির্ভর করছে অনেক কিছু।
এ ছাড়া আগামী সপ্তাহে মুক্তি পাচ্ছে এস এস রাজামৌলির ‘আরআরআর’। এখন দেখার বিষয়, ‘বচ্চন পান্ডে’ কেমন করে।
২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত তামিল ‘বীরম’ সিনেমার রিমেক ‘বচ্চন পান্ডে’। ২০২১ সালের ৬ ফেব্রুয়ারি সিনেমাটির শুট শুরু হয়। অক্ষয় কুমার গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করেন আর কৃতি শ্যাননকে দেখা যায় সাংবাদিকের ভূমিকায়।
Comments are closed.