করোনায় আক্রান্ত আইসিটি প্রতিমন্ত্রী পলক

0 ৪১৬
নাটোর প্রতিনিধি : আবারও করোনায় আক্রান্ত হয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ও নাটোর-৩ আসনের সংসদ সদস্য জুনাইদ আহমেদ পলক। সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৪৪ মিনিটে নিজের ফেরিফাইড ফেসবুকে এ তথ্য জানান তিনি। স্ট্যাটাসে প্রতিমন্ত্রী সবার কাছে দোয়া চেয়েছেন।
তথ্য নিশ্চিত করেছেন প্রতিমন্ত্রী ব্যক্তিগত সহকারী রাকিবুল ইসলাম। তিনি বলেন মন্ত্রী মহোদয় বর্তমানে বাসায় সুস্থই আছেন।
জুনাইদ আহমেদ পলক জানান, আজ মন্ত্রিপরিষদ সভা থাকায় গতকাল করোনার নমুনা পরীক্ষা করেছিলাম। নমুনা পরীক্ষায় আমার করোনা পজিটিভ রেজাল্ট এসেছে। বর্তমানে আমি বাসায় আইসোলেশনে আছি।
তিনি আরও লিখেছেন, গত কয়েকদিনে আমার সংস্পর্শে যারা ছিলেন তাদের সবাইকে করোনার নমুনা পরীক্ষাসহ স্বাস্থ্যবিধি মেনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য বিনীত ভাবে অনুরোধ করছি। সবাই আমার জন্য দোয়া করবেন।
উল্লেখ্য, এর আগে গত বছরের ৯ জানুয়ারি পলক ও তার দুই ছেলে করোনায় আক্রান্ত হয়েছিলেন।

Leave A Reply

Your email address will not be published.