করোনায় আক্রান্ত মিমি
ভারতে ফের করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। করোনা হানা দিয়েছে টালিগঞ্জেও। এবার করোনায় আক্রান্ত হওয়ার খবর দিলেন কলকাতার চিত্রনায়িকা-এমপি মিমি চক্রবর্তী।
তবে মিমি চক্রবর্তীর দাবি, তিনি গত কয়েক দিনে বাড়ির বাইরে পা রাখেননি। এর আগে অভিনেতা পরমব্রত ও রুদ্রনীলের করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে মিমি চক্রবর্তী লিখেছেন, ‘আমার করোনার রিপোর্ট পজিটিভ এসেছে। যদিও আমি গত কয়েক দিনে বাড়ির বাইরে পা রাখিনি। এমনকি বাইরের কোনও মানুষের সঙ্গেও দেখা করিনি। এটা সত্যি আমাকে খুব খারাপভাবে ধরেছে।’
মিমি আরও জানান, তিনি এরই মধ্যে ডাক্তারের সঙ্গে কথা বলেছেন এবং নিজেকে নিভৃতবাসে রেখেছেন। তাঁর অনুরোধ, সবাই যাতে নিজেদের নিরাপদ রাখেন এবং কোভিডবিধি মেনে চলেন ও মাস্ক পরেন।
একাধিক তারকা করোনায় আক্রান্ত হওয়ার পর সাময়িকভাবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।
Comments are closed.