করোনায় আরেক কিংবদন্তি তারকার মৃত্যু

0 ৫৪৪

বিনোদন ডেস্ক: কভিড-১৯ করোনাভাইরাসের জটিলতায় মারা গেছেন জাজ কিংবদন্তী ও ট্রাম্পেটার ওয়ালেস রনি (৫৯)। মঙ্গলবার নিউ জার্সির প্যাটারসনে সেন্ট জোসেফ ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে মার্কিন এ তারকার মৃত্যু হয়।

ওয়ালেস রনির জন্ম পেনসিলভানিয়ার ফিলাডেলপিয়াতে, ১৯৬০ সালের ২৫ মে।

যুক্তরাষ্ট্রে মহামারী রূপ ধারণ করেছে করোনাভাইরাস। দেশটিতে এ পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছে ১ লাখ ৮৮ হাজার ৫৩০ এবং মারা গেছে ৩ হাজার ৮৮৯ জন। বিশ্বে করোনা সংক্রমণে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র।

এদিকে, গতকাল এই মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছে বিখ্যাত গান ‘আই লাভ রক অ্যান্ড রোল’–এর গীতিকার অ্যালান মেরিল। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। তার একদিন আগেই একই ভাইরাসে গ্র্যামিজয়ী আরেক সংগীতশিল্পী জো ডিফিও ৬১ বছর বয়সে মারা জান।

Leave A Reply

Your email address will not be published.