পাইকগাছা(খুলনা) প্রতিনিধি: করোনায় আক্রান্ত হয়ে পাইকগাছা আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি এ্যাড. মোঃ আবুল কালাম আজাদ (৪৫) ২৮.০৬.২০২১ সোমবার দিবাগত রাতে খুলনার করোনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি —— রাজিউন)।
উনার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় শোক ও শোক সন্তাপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন পাইকগাছা আইনজীবী সমিতির পক্ষ থেকে সভাপতি জিএম আব্দুস সাত্তার ও সাধারণ সম্পাদক এ্যাড. সুকান্ত কুমার রায়।
অন্যান্যরা হলেন সহ-সভাপতি এ্যাড. জিএম আমজাদ হোসেন, যুগ্ম-সম্পাদক অজিৎ কুমার সরকার,সিনিয়র আইনজীবী গাজী আব্দুস সবুর, শেখ লোকমান হোসেন, কিশোর মোহন মন্ডল, এমডি সোহরাব আলী সানা, সমীর কুমার বিশ্বাস, বিপ্লব কান্তি মন্ডল, পরিমল চন্দ্র সরকার, পীযুষ কান্তি সরকার, পঙ্কজ ধর, কালিপদ মন্ডল, চিত্তরঞ্জন সরকার, মোঃ মোজাফ্ফর হাসান, প্রধীশ হালদার, প্রশান্ত ঘোষ, সুকল্যান সানা, এমএম ইদ্রিসুর রহমান, অরুন মন্ডল, মোঃ আঃ মজিদ গাজী, মোঃ শফিকুল ইসলাম, মোঃ কামরুল ইসলাম,অজিত কুমার মন্ডল, প্রশান্ত মন্ডল, শেখ আব্দুর রশীদ, সুরেশ রায়, অনাদীকৃষ্ণ মন্ডল, শেখ বারিকুল ইসলাম, শংকর ঢালী, শেখ তৈয়ব হোসেন,উত্তম সানা, সাইদুর রহমান, এসএম মোর্তজা জামান আলমগীর, রেখা বিশ্বাস, এস সুবেহ সাদিক, রেহানা পারভীন, মোঃ আব্দুর রাজ্জাক, শিবুপ্রসাদ সসরকার, সমরেশ মন্ডল, শেখ আবুল কালাম আজাদ প্রমূখ।