করোনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় রাসিক মেয়রকে ৫০০ প্যাকেট খাদ্য সামগ্রী দিয়েছে আমান গ্রুপ

0 ৫১৯

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: মহামারী করোনায় ক্ষতিগ্রস্ত গরীব, অসহায়, ছিন্নমূল, দিনমুজুর, কর্মহীন মানুষদের মাঝে বিতরণের জন্য রাজশাহী সিটি কর্পোরেশনের ত্রাণ তহবিলে ৫০০ প্যাকেট খাদ্য সামগ্রী দিয়েছে আমান গ্রুপ।

শনিবার দুপুরে নগর ভবনে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের নিকট খাদ্য সামগ্রীর প্যাকেট হস্তান্তর করা হয়।

আমান গ্রুপের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলামের পক্ষে রাজশাহী অঞ্চলের সহকারী মহা-ব্যবস্থাপক মোঃ আব্দুল বারী খাদ্য সামগ্রীর প্যাকেট রাসিক মেয়রের হাতে তুলে দেন। করোনার এই দুঃসময়ে রাজশাহী মহানগরীর গরীব, অসহায়, ছিন্নমূল, দিনমুজুর, কর্মহীন মানুষদের জন্য খাদ্য সামগ্রী প্রদান করায় আমান গ্রুপকে আন্তরিক ধন্যবাদ জানান সিটি মেয়র।

উল্লেখ্য, খাদ্য সামগ্রীর প্রতিটি প্যাকেটে আছে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ৪ কেজি আলু, ১ কেজি লবন ও আধা লিটার তেল।

 

Leave A Reply

Your email address will not be published.