করোনা ভাইরাসে ইরানের সাবেক রাষ্ট্রদূতের মৃত্যু

0 ৩৬৭

আন্তর্জাতিক ডেস্ক: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এবার মারা গেলেন ইরানের কূটনীতিক ও সিরিয়ায় নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত হোসেইন শাইখল ইসলাম। তিনি পররাষ্ট্রমন্ত্রী জাভাদ জারিফের উপদেষ্টা হিসেবে কাজ করেছিলেন। বৃহস্পতিবার (৫ মার্চ) এ তথ্য জানায় দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স।

এর আগে গত সোমবার প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শীর্ষ উপদেষ্টা মোহাম্মদ মীর মোহাম্মদী (৭০)।

ফার্সের খবরে আরও বলা হয়েছে, দেশটির আট শতাংশ সংসদ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া সরকারি কর্মকর্তাদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং পার্লামেন্ট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।

উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর চীনের উহানে প্রথমবারের মতো করোনাভাইরাস ধরা পড়ে। এর ইমধ্যে প্রাণঘাতী এ ভাইরাসে ইরানে এখন পর্যন্ত কমপক্ষে ১১০ জন মারা গেছেন। যা চীনের বাইরে এটাই দ্বিতীয় সর্বোচ্চ।

Leave A Reply

Your email address will not be published.