কলম্বিয়ায় বিমান চলাচল স্বাভাবিক

0 ৯৬

বিডি সংবাদ ডেস্ক: জ্বালানি মজুদ কমে যাওয়ার শংকায় কলম্বিয়ায় এয়ারলাইন্সগুলো ফ্লাইট বাতিল করে। কিন্তু শংকা দূর হওয়ার পর সোমবার দেশটিতে স্বাভাবিক ফ্লাইট চলাচল পুনরায় শুরু হয়।
দেশটির জাতীয় এয়ারলাইন্স এভিয়াংকা ২৪টি ফ্লাইট বাতিল করে।
এক বিবৃতিতে এভিয়াংকা বলেছে, সরবরাহকারীরা তাদের জ্বালানি মজুদের সংকটের কথা জানায়।
যদিও পরে সরকার থেকে এ সংকটের কথা অস্বীকার করা হয়।
এদিকে ল্যাটিন আমেরিকার বৃহত্তম এয়ারলাইন ল্যাটাম বলেছে, কিছু বিমানবন্দরে জেট এ ওয়ান বিমান জ্বালানি সরবরাহের ওপর নিষেধাজ্ঞার কারণে মঙ্গলবার তারা ৩৬টি ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত নিয়েছিল।
কিন্তু সোমবার নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের নিশ্চয়তা পেয়ে তারা পুনরায় ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে।
এদিকে সরকারের পক্ষ থেকে জ্বালানি সংকটের কথা অস্বীকার করে এ জন্যে চিলির তেল কোম্পানি কোপেকের মালিকানাধীন তারপেলকে কাজ না করার জন্যে দায়ী করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.