কলেরা সংক্রমণ নিয়ন্ত্রণে পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

৩১৪
আজ বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : পিআইডি

দেশে কলেরা সংক্রমণ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা মহানগরীতে ওয়াসার পানির লাইন মেরামতেরও নির্দেশ দেন তিনি।

আজ বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে কলেরা সংক্রমণ বেড়ে যাওয়ার বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনার পর প্রধানমন্ত্রী এ নির্দেশনা দিয়েছেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, দেশে এখন অনেক কলেরা আক্রান্ত রোগীর হাসপাতালে ভর্তি হচ্ছে। এটি উদ্বেগের বিষয়। গত বিশ বছরের মধ্যে এমনটি আগে দেখা যায়নি। কলেরা সংক্রমণের বিষয়টি অনির্ধারিত ইস্যু হিসেবে সভায় আলোচনা হয়েছে। সংক্রমণ বাড়ায় উদ্বেগ জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিষয়টি তিনি ক্ষতিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

সচিব বলেন, ওয়াসার পাইপ থেকে বাসাবাড়িতে পানি নেওয়ার সময় হয়তো জীবাণু ঢুকছে। রাজধানীতে প্রতিনিয়ত রাস্তা কাটাকাটি হচ্ছে। সেইসঙ্গে হাইরাইজ বিল্ডিং তৈরি হচ্ছে। এতে ওয়াসার লাইন কাটা যায়। এতেও জীবাণু লাইনে ঢুকে যেতে পারে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা-ডাব্লিউএইচও আমাদের সাড়ে সাত মিলিয়ন কলেরার ভ্যাকসিন দেবে। ১৫ মের মধ্যে এগুলো পেয়ে যাব। তখন এগুলো দেওয়া শুরু হবে। এতে করে কলেরা নিয়ন্ত্রণে আসবে বলে আশা করছি।

Comments are closed.