কিয়েভে কারফিউ, অ্যালার্ম বাজলে ঘরে থাকার নির্দেশ
ইউক্রেনের রাজধানী কিয়েভে নতুন করে কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। শহরটিতে কারফিউ শুরু হবে সোমবার রাত ৮টা থেকে। শেষ হবে বুধবার সকাল ৭টায়।
কারফিউ চলাকালে কোনো দোকান-পাট, ফার্মেসি এবং পেট্রোল স্টেশন খোলা থাকবে না। অ্যালার্মের শব্দ শুনলে প্রত্যেককে বাড়িতে বা আশ্রয়কেন্দ্রে অবস্থান করতেও বলা হয়েছে। খবর বিবিসির
কিয়েভের মেয়র ভিতালি ক্লিতসচকো ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রামে এ ঘোষণা দেন। তিনি বলেন, ‘আমি প্রত্যেককে আহ্বান জানাচ্ছি, অ্যালার্ম বাজলে সবাই বাড়িতে অথবা আশ্রয়কেন্দ্রে গিয়ে অবস্থান নেবেন।’
এদিকে রুশ বাহিনী মারিউপোল শহর ঘিরে ফেলায় সেখানে অতি প্রয়োজনীয় জিনিসপত্রের ভয়াবহ সংকট দেখা দিয়েছে। করিডোর তৈরি করতে না দেওয়ায় মানবিক সহায়তা সরবরাহেরও অনুমতি মেলেনি।
Comments are closed.