কুড়িগ্রামের রৌমারীর পুজা মন্ডপ পরির্দশনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার
মাজহারুল ইসলাম,রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারতে শারদীয় দূর্গাপুজা মন্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। গতকাল শুক্রবার ১১ সেপ্টেম্বর সকাল ১১ঘটিকায় উপজেলার ৭টি পুজামন্ডপ ঘুরে ঘুরে দেখেন ও হিন্দুসম্প্রদায়ের লোকজনের খোজখবর ও তাদের সাথে কুশলাদি বিনিময় করেন। পরিদর্শন শেষে রৌমারী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এক মতবিনিময় সভায় মিলিত হন। সভায় উপস্থিত ছিলেন, নুসরাত সুলতানা কুড়িগ্রাম জেলা প্রশাসক, মাহফুজুর রহমান পুলিশ সুপার কুড়িগ্রাম,কাজী আনিসুল ইসলাম নির্বাহী কর্মকর্তা রৌমারী, রাসেল ডিও সহকারী কমিশনার ভূমি রৌমারী, মামুনুর রশিদ অফিসার ইনচার্জ রৌমারী, জাতীয়তাবাদী বিএনপির উপজেলা সভাপতি আজিজুর রহমান চেয়ারম্যান সাবেক, সামসুদ্দিন প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মি, ¤্রীপ্রদীপ কুমার সাহাসহ পুজাউৎযাপন কমিটির সদস্য বৃন্দরা। আলোচনা শেষে সাংবদিকরা রৌমারী উপজেলা নির্বাহী অফিসার কাজী আনিছুল ইসলাম, সাংবাদিকদের নিয়ে তুচ্ছতাচ্ছিল্য মন্তব্য করার বিষয়ে কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা কে অবগত করলে জেলা প্রশাসকের উপস্থিতিতে তোয়াক্কা না করে তাচ্ছিল্য ভাষায় ভাষায় বলেন, হা, বলেন বলেন আরো বলেন। তার এমন আচরণে সাংবাদিকরা হতবাক হয়ে পড়ে। মিটিং এ কোন বিষয়ে মতবিনিময় না করে সাংবাদিকদের নিয়ে তুচ্ছ তাচ্ছির করার অভিযোগ করলে ইউএনও ওই সময়ই জেলা প্রশাষকের সামনে তাচ্ছিল ও তোযাক্কা না করার ভাষায় বলেন, বলেন বলেন আরো বলেন। পুজামন্ডপের সভাপতি উপস্থিবলেন, উৎসব যথাযথভাবে রিনাপত্তা দিচ্ছেন প্রশাসনসহ সেচ্ছাসেবিরা। রৌমারী উপজেলায় ০৭টি পুজামন্ডপ রয়েছে প্রতিটা পুজামন্ডপে আইনশৃঙ্খলা বাহিনীর পুলিশের পাশাপাশি, আনসার গ্রাম পুলিশ সদস্যরা। এ ছাড়াও জাতীয়তাবাদী বিএনপির নেতাকক্রমিরা, সেচ্ছসেবী ছাত্রদল যুবদল সজাগ থাকারও আহবান করেন জেলা প্রশাসক।