কুড়িগ্রামের রৌমারী সীমান্ত এলাকায় বিজিবির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে
মাজহারুল ইসলাম, রৌমারী কুড়িগ্রাম প্রতিনিধি: অদ্য ১৪/০১/২৪ ইং তারিখে সময়- ১১০০ হতে ১১৪০ ঘটিকা পর্যন্ত জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) এর অধীনস্থ বালিয়ামারী বিজিবি ক্যাম্প কর্তৃক রৌমারী উপজেলার চর লাঠিয়াল ডাঙ্গা পাহাড় তলী নতুন বাজার, নামক স্হানে স্হানীয় জনসাধারণের সাথে জনসচেতনতামূলক মতবিনিময় সভার আয়োজন করা হয় ।
উক্ত মতবিনিময় সভায় বর্তমান সীমান্ত পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়েছে। এবং সীমান্তের পাশ্ববর্তী জনসাধারণকে সীমান্তের শূন্য লাইন অতিক্রম, বিএসএফ এর তারকাঁটার বেড়া কাটা, গরু-ছাগল চড়ানো, ঘাস কাটা, অবৈধ অনুপ্রবেশ সম্পর্কে নিরুৎসাহিত করা হয়। এছাড়াও চোরাচালান, নারী ও শিশু পাচার রোধ, মাদকদ্রব্য সেবনের ক্ষতিকর দিকনির্দেশনাগুলো আলোচনার মধ্যদিয়ে তুলে ধরা হয়।
যাতে করে সীমান্তের মানুষ গুলো সীমান্ত না যায় সেবিষয় সচেতন ও সতর্ক বার্তা সীমান্ত রক্ষিবাহিনীর পক্ষ হতে জনসাধারণের লক্ষ্যে প্রদান করা হয়েছে।
অনুষ্ঠিতব্য সভায় উপস্থিত ছিলেন ১। মোঃ শফিউল আলম, প্রধান শিক্ষক, পাহাড়তলী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
২। মোঃ ফরমান আলী, ইউপি সদস্য, যাদুরচর ইউনিয়ন পরিষদ।
৩। মোঃ আকিদুল ইসলাম, ইমাম, চর লাঠিয়াল ডাংগা উত্তর পাড়া জামে মসজিদ। এছাড়াও আনুমানিক ৪৫ -৫০ জন স্হানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।
পরিশেষে বালিয়ামারী কোম্পানি কমান্ডার সুবেদার মোঃ সোহেল রানা উপস্থিত জনসাধারণকে বর্তমান সীমান্ত পরিস্থিতি নিয়ে সর্বোচ্চ সর্তক থাকতে বলেছেন এবং যেকোনো তথ্য দিয়ে বিজিবিকে সহায়তা করার জন্য অনুরোধ করে উক্ত সভার সমাপ্তি ঘোষণা করেন।