কুলফি মালাই খেলেন বুবলি
ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলী। বর্তমানে সিনেমা জগতে অনেক খ্যাতি পেয়েছেন তিনি। আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময় আলোচিত ও সমালোচিত হয়েছেন এই অভিনেত্রী।
গতকাল রোববার (৩০ এপ্রিল) কুষ্টিয়ায় একটি রেস্টুরেন্টে মালাই খাওয়ার ভিডিও পোস্ট করে বুবলী লেখেন, ‘কুষ্টিয়ার ঐতিহ্যবাহী কুলফি মালাই! আহ, কী দারুণ …’
এক মিনিট ৩ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, কালো পোশাকে কুষ্টিয়ার ঐতিহ্যবাহী কুলফি মালাই খাচ্ছেন বুবলী। বুবলী বলেন, ‘এটা হচ্ছে কুষ্টিয়ার ঐতিহ্যবাহী কুলফি মালাই। বিসমিল্লাহ্, টু গুড, একদম ফ্রেশ।’
ঈদুল ফিতর উপলক্ষে (২২ এপ্রিল) সারা দেশের ১০০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শবনম বুবলী অভিনীত ‘লিডার আমিই বাংলাদেশ’ ছবিটি। গত ২৯ এপ্রিল সেই ছবির প্রচারণায় পদ্মা সেতু দিয়ে ঢাকা থেকে কুষ্টিয়া যান এই অভিনেত্রী। সেখানে একটি রেস্টুরেন্টে কুষ্টিয়ার ঐতিহ্যবাহী কুলফি মালাই খান তিনি।