কুড়িগ্রামের বিভিন্ন এলাকায় বন্যার্ত মানুষের মাঝে মৎস্যজীবী দলের ত্রাণসামগ্রী বিতরণ

২৭৪

আশরাফুল হক রুবেল,কুড়িগ্রাম প্রতিনিধি :কুড়িগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ত্রাণসামগ্রী বিতরণ করেছে জাতীয়তাবাদী মৎস্যজীবীদল।মঙ্গলবার কুড়িগ্রামের পাঁচগাছি, ভিতরবন্দ ও নুনখাওয়া ইউনিয়নে সহ¯্রাধিক অসহায় বানভাসী মানুষের মাঝে এ ত্রাণসামগ্রী ও টিশার্ট বিতরণ করা হয়। ত্রাণসামগ্রী বিতরণে প্রধান সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৎস্যদলের যুগ্ম আহবায়ক অধ্যক্ষ সেলিম মিঞা,জাকির হোসেন খান,ওমর ফারুক পাটোয়ারী,ফরিদ আহমেদ মানিক,কেন্দ্রীয় সদস্য কামাল উদ্দিন চৌধুরী টিটো,ফজলে কাদের সোহেল,আহিদ রানা,কুড়িগ্রাম জেলা মৎস্যজীবী দতলের আহবায়ক আব্দুর রহমান,সদস্যসচিব নুর ইসলাম,লালমনিরহাট সভাপতি ফজলার রহমান বুলু,রংপুর জেলা আহবায়ক রজব আলী সরকার, পাঁচগাছি ইউনিয়ন বিএনপি সভাপতি নুর জামাল বিডিআর,আজিজুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ সময় নেতৃবৃন্দ বলেন,দেশনায়ক তারেক রহমান অসহায় বানভাসী মানুষের কষ্টের কথা চিন্তা করে আমাদের আপনাদের কাছে পাঠিয়েছেন। বিএনপি সহ সকল অঙ্গ ও সহযোগি সংগঠন মানুষের যে কোন দূর্ভোগে পাশে থাকে।

ত্রাণ কার্যক্রম শেষে নেতৃবৃন্দ কুড়িগ্রাম জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন,যুগ্ম সম্পাদক আশরাফুল হক রুবেল,জেলা ছাত্রদল সভাপতি আমিমুল ইহসান,সাধারণ সম্পাদক হাসান যোবায়ের হিমেল সহ জেলা নেতৃবৃন্দকে সাথে নিয়ে বিএনরি সিনিঃযুগ্ম মহাসচিব এ্যাডঃ রুহুল কবির রিজভী আহমেদের পিতা মরহুম আব্দুল কুদ্দুসের কবর জিয়ারত,ফাতেহা পাঠ ও মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।

Comments are closed.

সম্পাদক ও প্রকাশক : বিজয় কুমার ঘোষ। সহকারী বার্তা সম্পাদক : এএস সুমন। কার্যালয়ঃ পুঠিয়া, রাজশাহী। মোবাইলঃ ০১৭১১-০০০২৯৬, ০১৭১৮-১২১২৪২, ই-মেইলঃ newsbdsangbad24@gmail.com/ newsrajshahipratidin@gmail.com