মাজহারুল ইসলাম, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রৌমারী উপজেলায় মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রশাসনের আয়োজনে ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ’র সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
অপর দিকে একই সাথে জনশুমারী ও গ্রৃহগণণা ২০২২ উপলক্ষে অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ভূমি ও উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাফফর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আকতার স্মৃতি, উপজেলা প্রকৌশলী যুবায়েদ আহমেদ, স্বাস্থ্য ও প.প কর্মকর্তা আসাদুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইবুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান, উপজেলার ৬টি ইউনিয়নের চেয়ারম্যান, সাংবাদিকসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দরা উপস্তিতি ছিলেন।
সমন্বয় সভায় বক্তব্যে সবাই স্বফলভাবে কাজ করার কথা মুখে বললেও বাস্তবে কথা কাজে কোনই শিল নেই।
Comments are closed.