কুড়িগ্রামের রৌমারী পুকুরে পড়ে এক শিশুর অকাল মৃত্যু

0 ৭০২

মাজহারুল ইসলাম, রৌমারী কুড়িগ্রাম প্রতিনিধি: গতকাল পুকুরে ডুবে বায়েজীদ আহমেদ (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৭ এপ্রিল) দুপুরের দিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের বন্দবেড় গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির পাশে পুকুর পাড়ে খেলারত অবস্থায় শিশুটির পা পিচলে পুকুরের পানিতে পড়ে যায়। তার পরিবারের লোকজন খোঁজাখুজির এক পর্যায় ওই পুকুরের পানিতে দেখতে পায়। পরে তাকে উদ্ধার করে রৌমারী হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

 

কর্তব্যরত চিকিৎসক উপ-সহকারি কমিউনিটি মেডিক্যাল অফিসার ডা: নাজমুল হক শুভ জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়। বন্দবেড় ইউপি সদস্য রেজাউল ইসলাম রেজা শিশুর মুত্যুর বিষয়টি নিশ্চত করেন।

 

Leave A Reply

Your email address will not be published.