মাজহারুল ইসলাম, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: শিক্ষা ধ্বংসের চক্রান্ত রুখে দাড়াও, স্বাস্থ্যবিধি অক্ষুন্ন রেখে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দাও, শিক্ষা বাঁচাও ৩ দফা দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে কুড়িগ্রামের রৌমারী উপজেলা শাখার সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। গত ১০ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) বেলা ১২ টার দিকে মহিলা কলেজ মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ গেট সংলগ্ন ডিসি রাস্তায় দাড়িয়ে মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সমাজতান্ত্রিক বাসদের সাধারন সম্পাদক কমরেড শেখ আ: খালেক, রৌমারী উপজেলা শাখার ছাত্রফ্রন্টের সংগঠক শিমুল আহমেদ শাকিল, কর্মী শাহাদত হোসেন ও আমির হোসেন, সদস্য সবুজ রায়হান প্রমূখ। পরে শিক্ষা মন্ত্রনালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ সচিবালয়, ঢাকা। মাধ্যম রৌমারী উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি স্বারক লিপি প্রেরণ করেন।
Comments are closed.