কুড়িগ্রামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রতিবাদে যুবদলের বিক্ষোভে পুলিশের বাঁধা

0 ৪৩৩

কুড়িগ্রাম প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ ২৫ জন নেতা কর্মীর নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রতিবাদে কুড়িগ্রামে যুবদল বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ বাঁধা দেয়। পরে দলীয় কার্যালয়ে সমাবেশ করে যুবদলের নেতা কর্মীরা।

 

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে মোক্তার পাড়াস্থ জেলা বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করতে চাইলে পুলিশ বাঁধা দেয় পরে দলীয় কার্যালয়ে জেলা যুবদলের সভাপতি রায়হান কবিরের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল হক রুবেল,জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রজব,সহ সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির,জেলা যুবদলের প্রচার সম্পাদক সুমন আহমেদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জহুরুল আলম,গণ শিক্ষা বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম নয়ন,সদর উপজেলা যুবদলের সভাপতি আব্দুল হামিদ,সাংগঠনিক সম্পাদক সাজু,পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম শিমুল,রাজারহাট উপজেলা যুবদলের সভাপতি আব্দুল কুদ্দুস,চিলমারী যুবদল সভাপতি আমজাদ হোসেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসান যোবায়ের হিমেল,যুগ্ম সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন সাওন,সাবেক উপজেলা ছাত্রদলের আহবায়ক রাসেলসহ যুবদলের নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল সহ তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

 

Leave A Reply

Your email address will not be published.