কুড়িগ্রামে যুবদলের বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত

২২৪

আশরাফুল হক রুবেল,কুড়িগ্রাম প্রতিনিধি : মুন্সীগঞ্জে যুবদল নেতা শাওনকে হত্যার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ ও সমাবেশ করেছে কুড়িগ্রাম জেলা যুবদল কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার দুপুরে থানাপাড়া থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে যুবদল পরে দাদামোড়স্থ বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাদিম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ,অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক আশরাফুল হক রুবেল,যুগ্ম সম্পাদক আলতাফ হোসেন,সদর থানা বিএনপি সম্পাদক মাহবুব হোসেন,পৌর বিএনপি সম্পাদক মহিউদ্দিন জাহাঙ্গির,জেলা যুবদল সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রজব, সদর উপজেলা যুবদলের সাবেক সভাপতি আব্দুল হামিদ,পৌর যুবদলের আহবায়ক শহিদুল ইসলাম শিমুল,যুগ্ম আহবায়ক আব্দুর রহিম রাসেল,যুগ্ম আহবায়ক নাহিদ হাসান,ফরহাদ হোসেন, সদস্য সচিব রাশেদুল ইসলাম কাজল, যুগ্ম আহবায়ক একেএম তাইজুল হক সাজু,যুগ্ম আহবায়ক রুবেল আহমেদ,১নং সদস্য ফেরদৌস খাঁন রুবেল,জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক এনামুল হক এনা,আরিফুল ইসলাম কাজল,জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক হাসান যোবায়ের হিমেল সহ নেতৃবৃন্দ।

বক্তারা বলেন,বর্তমান সরকার পুলিশকে বিএনপি কর্মীদের উপর লেলিয়ে দিয়ে ক্ষমতায় টিকে থাকতে চায়।একের পর এক বিএনপি নেতা কর্মীদের হত্যা ও গুম করে আন্দোলন দমনে পুলিশকে ব্যবহার করছে সরকার।

Comments are closed.