কেজিএফ ২ : প্রথম দিনে ১৬০ কোটি, রেকর্ড গড়া হলো না রকি ভাইয়ের

৩৪৫
সিনেমাটির দৃশ্য। ছবি : সংগৃহীত

ভারতের কন্নড় সুপারস্টার ইয়াশ অভিনীত বহুল প্রতীক্ষিত অ্যাকশনধর্মী ‘কেজিএফ : চ্যাপ্টার টু’ সিনেমা মুক্তি পেয়েছে ১৪ এপ্রিল। চলচ্চিত্র বিশ্লেষকেরা মনে করছেন, ভারতীয় সিনেমার ইতিহাসে নতুন রেকর্ড সৃষ্টি করতে যাচ্ছেন ইয়াশ। এরই মধ্যে ইঙ্গিত, নির্মাণ হবে সিনেমাটির তৃতীয় সংস্করণ।

তবে সিনেমাটির প্রথমদিনের আয়ে রেকর্ড গড়তে পারেননি রকি ভাই। বক্স অফিস ইন্ডিয়া এক টুইটে দাবি করছে, বিশ্বব্যাপী সিনেমাটি প্রথম দিনে সংগ্রহ করেছে ১৫৯.৫ কোটি রুপি (গ্রস)। যেখানে ‘আরআরআর’ মুক্তির দিন বিশ্বব্যাপী ২২৩ কোটি রুপি (গ্রস) সংগ্রহ করেছিল। আর ‘বাহুবলি টু’ মুক্তির দিন সংগ্রহ করেছিল ২১৩ কোটি রুপি (গ্রস)।

বিশ্বব্যাপী তেলেগু, হিন্দি, তামিল, মালয়ালাম ও কন্নড় ভাষায় রেকর্ড ১০ হাজার স্ক্রিনে মুক্তি পেয়েছে ‘কেজিএফ : চ্যাপ্টার টু’, যেখানে শুধু ভারতের ছয় হাজার স্ক্রিনে মুক্তি পেয়েছে। ভারতে সিনেমাটি প্রথম দিনে আয় করেছে ১৩৪.৫ কোটি রুপি; যেখানে হিন্দি সংস্করণে সংগ্রহ করেছে রেকর্ড ৫৩.৯৫ কোটি। এর আগে হিন্দি সংস্করণে সবচেয়ে বেশি আয়ের রেকর্ড ছিল হৃতিকের ‘ওয়ার’ সিনেমা ৫১.৬০ কোটি।

বাণিজ্য বিশ্লেষকদের বরাতে ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ফিল্মিবিট ডটকমের খবর, ১০০ কোটি বাজেটের ‘কেজিএফ : চ্যাপ্টার টু’ মুক্তির আগেই বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহ-স্বত্ব বিক্রি করে ব্যবসা করেছে ৩৪৫ কোটি রুপি।

‘কেজিএফ : চ্যাপ্টার টু’ সিনেমায় ইয়াশ ওরফে রকি ভাই মুখোমুখি হয়েছেন খলনায়ক সঞ্জয় দত্ত ওরফে আধীরার সঙ্গে। প্রশান্ত নীলের রচনা ও পরিচালনায় সঞ্জয় দত্ত ছাড়াও এতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন রাভিনা ট্যান্ডন, প্রকাশ রাজ ও শ্রীনিধি শেঠি।

সিনেমাটির জন্য দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিক নিয়েছেন পরিচালক প্রশান্ত নীল; সিক্যুয়াল পরিচালনার জন্য ১৫ কোটি রুপি নিয়েছেন তিনি। আর খলচরিত্রে অভিনয় করা সঞ্জয় দত্ত নিয়েছেন নয় কোটি রুপি। এ ছাড়া রকি ভাইয়ের নায়িকার চরিত্রে অভিনয় করা শ্রীনিধি শেঠি নিয়েছেন তিন কোটি রুপি। ১০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা প্রযোজনা করেছেন বিজয় কিরগান্দুর।

২০১৮ সালে মুক্তি পায়  ‘কেজিএফ : চ্যাপ্টার ওয়ান’ সিনেমা, যা বিশ্বজুড়ে তুমুল সাড়া ফেলেছিল। সাফল্যের ধারাবাহিকতায় এর তৃতীয় কিস্তিও নির্মাণ হবে, সেই ইঙ্গিত মিলেছে।

Comments are closed.