কেনিয়ায় করোনা আক্রান্ত ব্যক্তিকে পিটিয়ে হত্যা

0 ৫৪১

আন্তর্জাতিক ডেস্ক : কেনিয়ায় করোনা ভাইরাস সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা করেছে একদল যুবক। স্থানীয় সময় বুধবার কেনিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এ ঘটনা ঘটে।

গণপিটুনিতে ওই ব্যক্তি গুরুত্বর আহত হলে তাকে হাসপাতালে নেয়া হয়। পরে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়েছে, হামলাকারীরা দাবি করছে, ওই ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন। এ ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। বিষয়টি নিয়ে তদন্ত করছে পুলিশ।ব্রেকিংনিউজ

কেনিয়ায় এখন পর্যন্ত ৭ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। সেখানে ১১ জনকে গভীর পর্যবেক্ষণে রাখা হয়েছে।

গেল ডিসেম্বরে চীন থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে এখন পর্যন্ত বিশ্বে ৮ হাজার ৯৯৯ জনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ২১ হাজার ৮৯১ জন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৮৫ হাজার ৭৯১ জন।

করোনা ভাইরাসে এখন পর্যন্ত চীনে সর্বোচ্চ ৩ হাজার ২৪৫ জনের প্রাণহানি হয়েছে। ইতালিতে ২ হাজার ৯৭৮ জন, ইরানে ১ হাজার ১৩৫ জন, স্পেনে ৬৪০ জন, ফ্রান্স ২৬৪ জন, যুক্তরাষ্ট্রে ১৫৫ জন, যুক্তরাজ্যে ১১০৪ জনের প্রাণহানি হয়েছে। গতকাল বুধবার করোনা আক্রান্ত হয়ে প্রথম কোনও ব্যক্তির মৃত্যুর দুঃসংবাদ পেয়েছে বাংলাদেশ।

Leave A Reply

Your email address will not be published.