আলমগীর,বিনোদন :
সুন্দরী কলিগ তাই সাজুও না করতে পারে না। মেয়েটা মাঝে মাঝে সাজুকে এসএমএস পাঠায়। বিষয়টা খেয়াল করে তার স্ত্রী তিশা।বিয়ের পর থেকেই সাজুকে সবসময় সন্দেহ করে তিশা। অবশ্য সন্দেহ করার কারণও আছে।
এমন গল্প নিয়ে এগিয়ে যায় টেলিফিল্ম ‘ক্রস কানেকশন’। শাহরিয়ার তাসদিকের রচনায় এটি পরিচালনা করেছেন খায়রুল পাপন। অভিনয় করেছেন সাজু খাদেম, সাবিলা নূর, তাসনুভা তিশা প্রমুখ।
এদিকে বাড়িওয়ালার ছেলে শামীম সবসময় তিশার কাছে এসে আড্ডা মারার বাহানা করে। তিশাও এই সুযোগে শামীমকে দিয়ে বাসার বাজার থেকে শুরু করে সবধরনের কাজ করিয়ে নেয়। তিশার ননদ অপিও থাকে একই বাসায়। শামীমকে দুই চোখে দেখতে পারে না সে। তাই ভাবীর সঙ্গে শামীমের সম্পর্ক আছে বলে খেপিয়ে দেয় সাজুকে। তার অফিস এবং সংসারে শুরু হয় নতুন জটিলতা।
কাল ২৭ অক্টোবর, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে টেলিফিল্মটি।
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Prev Post
Next Post