ক্রিকেটারদের পাশে কেউ না থাকলেও আমরা আছি : পাপন
স্মরণকালের ইতিহাসে সবচেয়ে বাজে বিশ্বকাপ খেলছে বাংলাদেশ ক্রিকেট দল। টানা পাঁচ ম্যাচ হেরে বিশ্বকাপের সেমির দৌড় থেকে ছিটকে গেছে বাংলাদেশ। দলের এমন ভরাডুবিতে হতাশ সমর্থকরা। খারাপ সময়ে কেউ পাশে না থাকলেও ক্রিকেটারদের পাশে আছে বোর্ড, একথা জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
রোববার (২৯ অক্টোবর) টিম হোটেলে ক্রিকেটারদের সঙ্গে মিটিং শেষে গণমাধ্যমে এ কথা বলেন বিসিবি সভাপতি। সেমির দৌড় থেকে ছিটকে গেলেও পরের ম্যাচগুলো জিততে মরিয়া ক্রিকেটাররা, জানিয়েছেন পাপন।
বাংলাদেশ দল প্রসঙ্গে পাপন বলেন, ‘এমন ফলাফল মোটেও প্রত্যাশিত নয়। আমরা কখনও ভাবতে পারিনি এমন কিছু হবে। লিটন দাস-শান্তরা নিজেদের প্রমাণ করেই দলে জায়গা পেয়েছে। তাদের সামর্থ্য নিয়ে কোনো সন্দেহ নেই। তবে তারা ফর্মে নেই, এটাই দুশ্চিন্তার। আজকে তাদের সাথে আমার কথা হয়েছে, তারা আমাকে আশ্বাস দিয়েছে পরের ম্যাচগুলো তারা ভালো করবে। আমরাও এখন এটাই চাই যে, তারা যেন সামনের ম্যাচগুলো ভালো খেলে। সামনে তিনটা ম্যাচ আছে, ওই ম্যাচগুলোতে তারা জিততে চায়। ওরা নিজেদের এমন পারফরম্যান্স মেনে নিতে পারছে না।’
সমর্থকদের প্রসঙ্গে পাপনের ভাষ্য, ‘এখান থেকে বাকি টুর্নামেন্টে আহামরি কিছু করতে পারব, তা জোর দিয়ে বলা সম্ভব নয়। এখনও ভালো ক্রিকেট খেলা সম্ভব। ওরা এখন অনেক বেশি সিরিয়াস, কীভাবে আরও বেশি ভালো করা যায়। খারাপ সময় মানুষ পার করবে এটাই স্বাভাবিক। কিন্তু খারাপ সময়ে কেউ না থাকলেও আমরা আছি ওদের পাশে। আর যেহেতু এখন টুর্নামেন্ট চলছে, তাই চাইলেও দলে কোনো পরিবর্তন আনা সম্ভব নয়।’