খুলনা টাইগার্সকে হারালো রাজশাহী গ্লাডিয়েটর

0 ৩৩৯

নিজস্ব প্রতিবেদক: প্রীতি ক্রিকেট ম্যাচে আবারো খুলনা টাইগার্সকে হারিয়েছে রাজশাহী গ্লাডিয়েটর। শনিবার গণমাধ্যমকর্মীদের নিয়ে গড়া রাজশাহী গ্লাডিয়েটর ও খুলনা টাইগার্সের মধ্যে প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়। মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে খুলনা টাইগার্সের অধিনায়ক টস জিতে রাজশাহী গ্লাডিয়েটরকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান।

 

টসে হেরে স্বাগতিক রাজশাহী গ্লাডিয়েটর ব্যাট করতে নেমে ১৯.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩২ রান করে। দলের পক্ষে মিলন ৩৮, শাহাজাদা ২৮ ও লেলিন ১৪ রান করেন। খুলনা টাইগার্সের হয়ে মতি ১৩, রকি ২২ ও শাহিন ২৬ রান দিয়ে ২টি করে উইকেট নেন।

 

সফররত খুলনা টাইগার্স ১৩৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ৫৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে মতি সর্বোচ্চ ১১ রান করেন। রাজশাহী গ্লাডিয়েটরের হয়ে আকতারুজ্জামান লেলিন ৯ রানে ৩টি উইকেট নেন।

 

রাজশাহী গ্লাডিয়েটরের লেলিন ম্যাচ সেরা হন। খেলা শেষে জয়ী ও বিজিতদের হাতে ট্রফি তুলে দেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, রাজশাহী গ্লাডিয়েটরের ওনার কাজী শাহেদ, বিএফইউজের সাবেক সহ-সভাপতি মামুন-অর-রশিদ ও আরইউজের সাবেক সহ-সভাপতি শরীফ সুমন।

 

Leave A Reply

Your email address will not be published.