নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আরও ১৭ জন রোগীর মৃত্যু হয়েছে। করোনা ওয়ার্ড ও আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এদের মধ্যে করোনায় ৬ জন পজেটিভ, ৮ জন উপসর্গ এবং ৩ জন নেগেটিভ অবস্থায় মারা যান। আর নতুন ভর্তি হয়েছে ৩৯ জন রোগী।
বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিট ও আইসিইউতে ৩৯১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মোঃ শামীম ইয়াজদানী এই তথ্য জানান।
তিনি আরো জানান, গত ২৪ ঘন্টায় যে ১৭ জন রোগী মারাগেছেন। তাদের বাড়ী রাজশাহী জেলার ৫ জন, চাঁপাইনবাবগঞ্জ জেলার ৩ জন, নাটোর জেলার ৪ জন, কুষ্টিয়া জেলার ১ জন, পাবনা জেলার ৩ জন এবং নওগাঁ জেলার ১ জন রয়েছেন। করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছিলেন তারা।#