পাভেল ইসলাম : রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার টিকাপাড়া বাশার রোড এলাকায় কিশোর গ্যাং এর সদস্যরা একজন সাংবাদিকের বাসার সামনে গাঁজা সেবন করছিলো। বাসার সামনে গাঁজা সেবন করতে নিষেধ করায় ঐ সাংবাদিককে পিটিয়ে আহত করা হয়। এ ঘটনায় বোয়ালিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক। ১৮ মে বুধবার সন্ধ্যার আগে টিকাপাড়া ঈদগা মোড়ে ঘটনাটি ঘটে।
অভিযোগ সুত্রে জানা যায়, রামচন্দ্রপুর বাশার রোডে দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার রাজশাহী ব্যুরো প্রধান সাংবাদিক খোসরুল আরুন নোমানী সাগরের বাসা। তার বাসার সামনে প্রতিদিন কিশোর গ্যাং এর সবুজ, তারেক, তন্ময়সহ অজ্ঞাত আরো ১৫/২০ জন গাঁজা সেবন করতো। কয়েক দফায় সাংবাদিক সাগর নোমানী তাদের নিষেধ করেন। এরপরও তারা সেখানে গাঁজা সেবন চালিয়ে যাচ্ছিলো। বাধ্য হয়ে মৌখিকভাবে বোসপাড়া ফাঁড়ির ইনচার্জ মোসলেমকে অবগত করেন তিনি।
এতে তারা ক্ষিপ্ত হয়ে ১৮ মে সন্ধ্যার আগে টিকাপাড়া ঈদগা মোড়ে সাংবাদিক সাগর নোমানী পৌঁছালে অর্তকিত হামলা চালায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি রামেক হাসপাতালে ভর্তি আছেন।
এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, এ ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পাওয়া গেছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Comments are closed.