বগুড়া প্রতিনিধি: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা করে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে আল্লাহর রহমত কামনায় রবিবার বগুড়া গাবতলীর রামেশ্বরপুর ইউনিয়নে স্থানীয় হাইস্কুল মাঠে দুইশতাধিক অসহায়-কর্মহীনদের মাঝে ঈদসামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু।
রামেশ্বরপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব মন্ডলের সভাপতিত্বে ঈদসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন বিএনপির নেতা জয়নাল আবেদীন, আমিনুল ইসলাম পিয়াস, আজমল হোসেন বাবু, শাহআলম রাসেল, লাল্টু, পান্না, নুরুন্নবী, সেলিম, ভোলা, থানা যুবদলের আহবায়ক আরিফুর রহমান মজনু, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল লতিফ, যুগ্ম আহবায়ক মতিয়ার রহমান মতি, যুবদল নেতা ময়নুল ইসলাম সেন্টু, শাহীন, মমিন, ইউসুফ, আবু হাসান, ছাত্রদল নেতা বিপ্লব মিয়া, সাখাওয়াত, লেবু, রাকিব, আরিফ, স্বেচ্ছাসেবকদল নেতা কুদ্দুস, সনসু, মাহফুজার, শ্রমিকদল নেতা রাজ্জাক, বেলাল’সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এরপূর্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও জিয়া পরিবার’সহ দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।