গাবতলীতে টিসিবির পণ্য বিক্রয় বিষয়ে ইউএনও’র প্রেসব্রিফিং

২৬৮

বগুড়া প্রতিনিধি: আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ উদ্যোগে দেশব্যাপী এক কোটি পরিবারকে ভূর্তকি মূল্যে টিসিবি’র পণ্য বিক্রয় বিষয়ে অবহিতকরণের লক্ষ্যে  শনিবার বিকেলে বগুড়ার গাবতলী উপজেলা পরিষদের ইছামতি হলরুমে স্থানীয় সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেন ইউএনও মোছাঃ রওনক জাহান।

উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আজ ২০মার্চ হতে গাবতলী উপজেলায় টিসিবি’র পণ্য বিক্রয় করা হবে। শুধুমাত্র কার্ডধারীরাই এই পণ্য ক্রয় করতে পারবেন। পৌরসভাসহ উপজেলার ১২টি ইউনিয়নে ১০জন ডিলারের মাধ্যমে মোট ১৬হাজার ৩’শ ৫৩জন নি¤œ আয়ের মানুষদের মাঝে এই পণ্য ক্রয় বিক্রয় করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, মডেল থানার ওসি সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম, গাবতলী প্রেসক্লাবের সভাপতি রায়হান রানা, সাধারণ সম্পাদক আল আমিন মন্ডল, সাবেক সভাপতি এনামুল হক, সাবেক সহ-সভাপতি আবু মুসাসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

Comments are closed.