বগুড়া প্রতিনিধি: বগুড়ার গাবতলী সোনারায়ের পূর্ব সাবেকপাড়া (কর্মকারপাড়া) দুর্গামন্দির চত্ত্বরে সোমবার ১৬প্রহরব্যাপী শ্রীশ্রী রাধা গোবিন্দের লীলা কীর্তন (হরিবাসর) অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া পৌর আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন।
উপদাযন কমিটির সভাপতি বাদল কর্মকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বাবুল কর্মকারের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন বগুড়া পৌর আ’লীগের সাংগঠনিক সম্পাদক জিহাদ আল হাসান জুয়েল, আ’লীগ নেতা বাকু মন্ডল, সুরেশ, সুফল, রহিম, ইউপি সদস্য রঞ্জু মিযা, কালু মিয়া, স্থানীয় উজ্জ্বল চন্দ্র, সুপদ, সুমল, সাধন, সুমন, মানিক, অনিল, কৃষ্ণ কর্মকার প্রমূখ।
শেষে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন উদযাপন কমিটির নিকট নগদ অর্থ প্রদান ও শুভেচ্ছা বিনিময় করেন।