গায়েহলুদ সম্পন্ন, কাল তাসনুভা তিশার বিয়ে
এক বছর প্রেম করে আগামীকাল পারিবারিক আয়োজনে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ছোট পর্দার অভিনেত্রী তাসনুভা তিশা। ছোট্ট এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সৈয়দ প্রিন্স আসকারের সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা সারতে যাচ্ছেন। এ মাসেই বড় আয়োজনে বিবাহোত্তর সংবর্ধনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন এই অভিনেত্রী।
গেল সোমবার রাজধানীর বাংলা মোটরের একটি রেস্তোরাঁয় হয় তিশার গায়েহলুদের অনুষ্ঠান। সেখানে দুই পরিবারের সদস্য ছাড়াও তিশার কাছের বন্ধু-বান্ধব উপস্থিত ছিলেন।
গেল বছরের ডিসেম্বরে হুট করে বাগদানের খবর জানান তাসনুভা তিশা। গণমাধ্যমের খবর, এটি তাসনুভা তিশার তৃতীয় বিয়ে আর প্রিন্স আসকারের প্রথম।
২০২০ সালের ডিসেম্বরে সৈয়দ প্রিন্স আসকারের সঙ্গে পরিচয় হয় তাসনুভা তিশার। পরে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক হয়। সৈয়দ প্রিন্স আসকার একটি এজেন্সিতে কর্মরত।
২০১৫ সালে ফারজানুল হককে বিয়ে করেন তাসনুভা তিশা। বিচ্ছেদ হয় ২০১৮ সালে; এই ঘরে তাঁর এক সন্তান আছে। ইশরাত রাইয়ান ঐশী নামে আগের পক্ষের একটি মেয়েও আছে।
২০২০ সালে ‘আগস্ট ১৪’ শিরোনামের একটি ওয়েব সিরিজে অভিনয় করে আলোচনায় আসেন তাসনুভা তিশা।
Comments are closed.