গিনির স্বর্ণের খনিতে ভূমিধস, নিহত ১৫

0 ৭৩২
গিনির উত্তর পূর্বাঞ্চলীয় সিগুইরি এলাকার একটি স্বর্ণের খনিতে ভূমিধসে অন্তত ১৫ জন প্রাণ হারিয়েছে। ছবি : সংগৃহীত

 

বিডি সংবাদ টোয়েন্টিফোর: গিনির উত্তর পূর্বাঞ্চলীয় সিগুইরি এলাকার একটি স্বর্ণের খনিতে ভূমিধসে অন্তত ১৫ জন প্রাণ হারিয়েছে। গতকাল রোববার উদ্ধারকর্মী ও প্রত্যক্ষদর্শী সূত্রে এ তথ্য জানা গেছে। খবর আল জাজিরার।

 

তবে এসব লোক খনির ওপর থেকে পড়া পাথর চাপায় নাকি খনির ভেতরে চাপা পড়ে নিহত হয়েছে তা জানা যায়নি। দুর্ঘটনাস্থল থেকে রেডক্রস অন্তত ১৫ জনের প্রাণহানির খবর জানিয়েছে।

 

ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ক্যাপ্টেন মামাদু নিয়ারে বলেছেন, ‘সিগুইরি খনির পরিস্থিতি আমাদের সবার জন্য উদ্বেগজনক। দিনশেষে এই ভূমিধস কোভিড-১৯ মহামারির চেয়েও ভয়ানক।’

 

উল্লেখ, দেশটিতে এ পর্যন্ত করোনায় ১৪৯ জন মারা গেছে। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে দেশটির স্বর্ণের খনিতে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।

 

Leave A Reply

Your email address will not be published.