গুঞ্জন সত্য, আসছে সৌরভ গাঙ্গুলির বায়োপিক

৩৫৫
ভারতের সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি। ছবি : সংগৃহীত

দীর্ঘদিন ধরেই গুঞ্জন চলছিল, ভারতের সাবেক সফল ক্রিকেটার ও বর্তমানে বিসিসিআইয়ের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির জীবনীভিত্তিক চলচ্চিত্র নির্মাণ হবে। অবশেষে সেই গুঞ্জন সত্যি হতে চলেছে। এ ঘোষণা দিয়েছেন স্বয়ং সৌরভ।

ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের খবর, গত জুলাইয়ে সৌরভ গাঙ্গুলি নিশ্চিত করেছিলেন, তাঁর বায়োপিক হচ্ছে। এ বার আনুষ্ঠানিক ঘোষণা এলো। সিনেমাটি প্রযোজনা করছে পরিচালক লাভ রঞ্জনের প্রযোজনা সংস্থা লাভ ফিল্মস।

সামাজিক পাতায় এ খবর জানিয়ে স্ট্যাটাসও দিয়েছেন সৌরভ গাঙ্গুলি। বলেছেন, ক্রিকেট তাঁর জীবন। তাঁর ক্রিকেটযাত্রা নিয়ে বায়োপিক প্রযোজনা করছে লাভ ফিল্মস। বড় পর্দায় তাঁর জীবনী উঠে আসবে, এতে উচ্ছ্বসিত তিনি। লাভ রঞ্জনও টুইটারে এ সুখবর জানিয়েছেন।

এদিকে, বহু দিন ধরেই সিনেপাড়ায় গুঞ্জন, রুপালি পর্দায় সৌরভ গাঙ্গুলির ভূমিকায় অভিনয়ের দৌড়ে প্রথম দিকে রয়েছেন বলিউড তারকা রণবীর কাপুর।

পত্রপত্রিকার খবর, বায়োপিকে সৌরভের তরুণ বয়স থেকে বিসিসিআইয়ের প্রেসিডেন্ট হওয়া পর্যন্ত দীর্ঘ যাত্রা প্রদর্শন হবে। সিনেমাটির বাজেট হবে ২০০ থেকে ২৫০ কোটি রুপি। গুঞ্জন রয়েছে, সৌরভের ভূমিকায় অভিনয় করবেন রণবীর কাপুর। যদিও এখনও এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

বায়োপিকটি হবে সৌরভের দীর্ঘ যাত্রা, যেখানে তরুণ বয়সের দিনগুলো থেকে বিসিসিআইয়ের প্রেসিডেন্ট হওয়া পর্যন্ত দেখানো হবে। সাম্প্রতিক বছরগুলোতে যেসব স্পোর্টস বায়োপিক মুক্তি পেয়েছে, এটিও সে রকম হবে। ধারণা করা হচ্ছে, এ সিনেমার বাজেট ২৫০ কোটি রুপির মতো।

এম এস ধোনি, মোহাম্মদ আজহারউদ্দিন ও শচীন টেন্ডুলকারের পরে এটি হতে যাচ্ছে আরেক ভারতীয় ক্রিকেটারের জীবন নিয়ে চতুর্থ বায়োপিক।

Comments are closed.