গুরুদাসপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে চাচাতো ভাইয়ের মৃত্যু

0 ৯৭

নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে চাচাতো ভাইয়ের আঘাতে সাইফুল ইসলাম নামে অপর এক ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার উপজেলার চাপিলা ইউনিয়নের পশ্চিম নওপাড়া গ্রামে বিবাদমান জমিতে এই ঘটনাটি ঘটে। নিহত সাইফুল ইসলাম পশ্চিম নওপাড়া গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজ্জল হোসেন ও নিহতের পরিবারের সদস্যরা জানান, সাইফুল ইসলাম ও তার চাচাতো ভাই সোহেল রানার সাথে বসতভিটার জমি নিয়ে দীর্ঘ দিন ধরেই বিরোধ চলে আসছে। এই জমিটি নিয়ে আদালতে মামলাও চলমান রয়েছে। আজ সকালে সোহেল রানা বিবাদমান জমিতে খুটি পুঁততে গেলে সাইফুল ইসলাম তাকে বাঁধা দেয়।

এতে সোহেল রানা ক্ষিপ্ত হয়ে সাইফুলকে মারধর করা শুরু করে। মারধরের একপর্যায়ে সোহেল রানা তার ভাই সাইফুলকে জমিতে ফেলে এলোপাথারি কিল ঘুষি মারতে থাকে। পরে স্থানীয়রা ঘটনাটি দেখতে পেয়ে পরিবারের সদস্যদের সহযোগিতায় তাকে উদ্ধার করে পাশ্ববর্তি বড়াইগ্রাম পৌরসভার মৌখাড়া এলাকার একটি বেসরকারী ক্লিনিকে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশি হেফাজতে নেয়। এদিকে ঘটনার পর থেকে সোহেল রানা পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে অভিযান শুরু করেছে পুলিশ। ‎

Leave A Reply

Your email address will not be published.