গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে ৪৫০ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাজশাহী র্যাব-৫। সোমবার দুপুর আড়াইটার দিকে গোদাগাড়ীর সিএন্ডবি মোড় এলাকায় অভিযান চালিয়ে হেরোইন উদ্ধার ও মাদক ব্যবসায়ীকে আটক করে র্যাব। আটক মাদক ব্যবসায়ীর নাম নুরুল ইসলাম (৪৫)। সে গোদাগাড়ীর মাটিকাটা গ্রামের হোসেন আলীর ছেলে।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদর কোম্পানীর সদস্যরা গোদাগাড়ী থানার সিএন্ডবি মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় সন্দেহভাজন হিসাবে নুরুল ইসলামকে আটক করে র্যাব। পরে তার কাছে তল্লাশী চালিয়ে ৪৫০ গ্রাম হেরোইন উদ্ধার হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুরুল ইসলাম মাদক বিক্রির সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করে। পরে তাকে গোদাগাড়ী থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দেয়া হয়েছে।