গোদাগাড়ীতে পদ্মা নদী থেকে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার

২৮৯

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মানদী থেকে এক অজ্ঞান ব্যাক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার পিরিজপুর এলাকার পদ্মানদী থেকে লাশ উদ্ধার করা হয়।

গোদাগাড়ী মডেল থনার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম বলেন, রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার পিরিজপুর এলাকার পদ্মানদী থেকে একটি গলিত লাশ কঙ্কালের মত, যার শরীরে মংস নাই বললেই চলে।

স্থানীয় লোকজন দেখতে পেয়ে থানা পুলিকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। দেখে পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। ময়নাতদেন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে পরিচয় সনাক্তের জন্য লাশটির ডিএনএ নমুনা সংগ্রহ করে রাখা হবে।

Comments are closed.