গোপনে হোটেল রুমের ভিডিও ধারণ, চটেছেন কোহলি
ক্রিকেটের মহাতারকা বিরাট কোহলি। তাঁর প্রতি ভক্তদের আগ্রহ থাকাটা স্বাভাবিক। তাছাড়া অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত চলমান বিশ্বকাপে দলের সঙ্গে আছেন দারুণ ফর্মে থাকা কোহলি। সেখানেই ঘটে গেছে অপ্রত্যাশিত এক ঘটনা। এক ভক্ত তাঁর হোটেল রুমে ঢুকে গোপনে ভিডিও করে তা প্রচার করেছেন। এতে চটেছেন ভারতীয় তারকা।
আজ সোমবার নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে ক্ষোভ প্রকাশ করেছেন কোহলি। ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি হোটেল কক্ষে ঢুকে মোবাইল ফোন দিয়ে কোহলির ব্যবহার করা বিভিন্ন জিনিসপত্র দেখাচ্ছেন। সে সময় সেখানে আরও কয়েকজনকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ভিডিওতে কোহলির ব্যবহৃত জুতো, ঘড়ি, টুপি, সুগন্ধিসহ বিভিন্ন কিছু দেখা যাচ্ছে।
ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করে কোহলি লিখেছেন, ‘আমি বুঝতে পারছি ভক্তরা তাদের প্রিয় খেলোয়াড়দের দেখে খুব খুশি এবং আনন্দিত থাকে। তাদের সাথে দেখা করার জন্য ব্যাকুল থাকে। আমি সবসময় এ বিষয়ে প্রশংসা করি। কিন্তু আমার ব্যক্তিগত হোটেল রুমে প্রবেশ করে যে ভিডিওটি করা হয়েছে তাতে আমি আতঙ্কিত। আমি ভয় পাচ্ছি আমার ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে।’
কোহলি আরও লিখেছেন, ‘আমি যদি আমার নিজের হোটেল কক্ষেই গোপনীয়তা না রাখতে পারি, তাহলে কোথায় আমি ব্যক্তিগত স্থান আশা করব? আমি এই ধরণের অতিভক্তি এবং ব্যক্তিগত গোপনীয়তায় আক্রমণে সমর্থন করি না। দয়া করে মানুষের গোপনীয়তাকে সম্মান করুন এবং তাদেরকে বিনোদনের পণ্য বানাবেন না।’
কোহলির এই পোস্টে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার বিস্ময় প্রকাশ করেছেন। ওয়ার্নার বলেছেন, ‘এই ধরনের আচরণ অগ্রহণযোগ্য এবং হাস্যকর। এটা কি আসলেই ক্রাউন পার্থ?’
এ ছাড়া কোহলির পোস্টে ভারতীয় অভিনেতা বরুণ ধাওয়ান, অর্জুন কাপুর, রাজনীতিবিদ রাহুল নারাইন কানালসহ অনেকেই হতাশা প্রকাশ করেছেন। অনেকে হোটেল কর্তৃপক্ষকে দোষারপ করে এ ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছেন।
Comments are closed.